stjosephbon123915@gmail.com

SJSC Life

Established in 1963

সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নাটক

এই প্রতিষ্ঠানে দুই ধরনের শিক্ষা দেয়া হয়ে থাকে, পাঠ্যপুস্তকের শিক্ষা ও পাঠ্যপুস্তকের বহির্ভুত সহশিক্ষাক্রমিক কার্যাবলী। সহশিক্ষাক্রমিক কার্যাবলী বা পাঠ্যপুস্তকের পরিপন্থী নয় বরং সহায়ক। এজন্য সহশিক্ষাক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ করলে শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকশিত হয়।

এজন্য সহশিক্ষাক্রমিক কার্যাবলী শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ। যেসব সাংস্কৃতিক কর্মকান্ডের অনুশীলন করা হয় তার মধ্যে আছে বিভিন্ন্য রকমের গান, যেমন-রবীন্দ্র সংগীত, আধুনিক গান, দেশাত্মবোধক গান, একক নৃত্য, একক অভিনয়, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ইত্যাদি।

লাইব্রেরি

সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ-এ একটি সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে। এতে বিভিন্ন প্রসিদ্ধ লেখকদের গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, মহৎ ব্যক্তিদের জীবনী, গবেষণা মূলক বই, ইতিহাস, সাইন্স-ফিকশন, গণিত ও আরো অনেক জ্ঞানগর্ভ মূলক বই রয়েছে।

সহপাঠক্রমিক কার্যাবলী

  • প্রতিষ্ঠানের নির্ধারিত দৈনিক সমাবেশ (Assembly), শারীরিক অনুশীলন, আন্তঃশ্রেণী খেলা এবং অন্যান্য সহযোগী শিক্ষা কর্মকান্ডে অংশগ্রহণ প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্য বাধ্যতামূলক।
  • স্কুল বা কলেজের যেকোন অনুষ্ঠান/অনুশীলন বা আন্তপ্রতিযোগিতায় অংশগ্রহণে ও কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলতে হবে।
  • স্কাউট দল বা গার্লস ইন স্কাউট, রোভার স্কাউট, রেঞ্জারভুক্ত ছাত্র-ছাত্রীকে এর যাবতীয় কর্মকান্ডে ও সভায় অবশ্যই নিয়মিত উপস্থিত থাকতে হবে।

যোগাযোগ ব্যবস্থা

সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ-এর ক্যাম্পাস বনপাড়া বাজার থেকে গোপালপুর রোডের দিকে পায়ে হেটে আনুমানিক পাঁচ মিনিটের দূরত্ত্ব। এই রাস্তায় নিয়মিত বাস, ব্যাটারিচালিত রিক্সা বা ভ্যান, সিএনজি চলাচল করে।

পার্কিং

সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ-এর ক্যাম্পাস এ নিজস্ব পার্কিংয়ের সুবিধা রয়েছে। ছাত্র-ছাত্রীরা তাদের ক্লাস চলা কালীন সময়ে বিনামূল্যে ও নিজদায়িত্বে বাইক এর জন্য পার্কিং ব্যবহার করতে পারবে। কার পার্কার জন্য অবশ্যই আগে অধ্যক্ষের অনুমুতি নিতে হবে।

ম্যাগাজিন ও দেয়াল পত্রিকা

ম্যাগাজিন ও দেয়াল পত্রিকা ছাত্র ছাত্রীদের লেখনী শক্তি বিকাশে প্রতি বছর বার্ষিক “ময়ূখ” প্রকাশ করা হয় এবং প্রতি তিন মাস অন্তর দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়। এতে খুদে লেখকগণ তাদের লেখনী শক্তিকে বিকশিত এবং সুপ্ত প্রতিভাকে বিকশিত করার সুযোগ পায়। অসামান্য লিখাগুলি প্রতিষ্ঠানের পোর্টালে স্থান পেতে পারে।

খেলাধুলা শরীর

সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ-এর ক্যাম্পাস এ নিজস্ব পার্কিংয়ের সুবিধা রয়েছে। ছাত্র-ছাত্রীরা তাদের ক্লাস চলা কালীন সময়ে বিনামূল্যে ও নিজদায়িত্বে বাইক এর জন্য পার্কিং ব্যবহার করতে পারবে। কার পার্কার জন্য অবশ্যই আগে অধ্যক্ষের অনুমুতি নিতে হবে।

শিক্ষাসফর

প্রতিবছর পঞ্চম, দশম ও একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা সফরের আয়োজন করা হয়ে থাকে। এতে ছাত্র ছাত্রীদের পড়াশুনার পাশাপাশি দেশ বা ঐতিহাসিক স্থান সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করতে পারে।

কলেজ হোস্টেল

সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ-এ ছোট ও নিরাপদ পরিসরে এবং হোস্টেল সুপারের সার্বক্ষণিক তত্ত্ববধানে দূরবর্তী ছাত্রদের জন্য হোস্টেলের সুবিধা দিয়ে থাকে। হোস্টেলে শৃঙ্খলা ও নিয়ম কানুন মেনে চলা বাধ্যতামূলক।

শিক্ষাসফর

প্রতিবছর পঞ্চম, দশম ও একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা সফরের আয়োজন করা হয়ে থাকে। এতে ছাত্র ছাত্রীদের পড়াশুনার পাশাপাশি দেশ বা ঐতিহাসিক স্থান সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করতে পারে।

অভিভাবক সমাবেশ

শিক্ষার্থীদের সুষ্ঠ জ্ঞান অর্জনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ। শিক্ষা একটি ত্রিমুখী প্রক্রিয়া যেখানে রয়েছে ছাত্র, শিক্ষক ও অভিভাবক। অভিভাবক সমাবেশে মুক্ত আলোচনার মাধ্যমে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আলোচনার মাধ্যমে সবল ও বদুর্বল দিকগুলো খুঁজে দুর্বল দিকগুলো দূরীভূত করার পদক্ষেপ গ্রহণ করা যায়। এজন্য সাধারণত বছরে দুইবার সমাবেশ বা মতবিনিময় সভা আয়োজন করা হয়ে থাকে। এতে সবার উপাস্থিত থাকা বাঞ্চনীয়।

বিতর্ক প্রতিযোগিতা

বিতর্ক প্রতিযোগিতা সকলের মাঝে ছাত্রছাত্রীদের খন্ডন ও স্পষ্ট ভাবে তাদের ধারণা গুলি প্রকাশ করার জন্য আত্মবিশ্বাসী করে তোলে আর তাদের দ্বিধা দূরীভূত করে। কথা বলার শের ছাত্রছাত্রীর মধ্যে উদারনৈতিক মনোভাব এবং আদর্শের পক্ষে কথা বলার সুযোগ করে দেয়। সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে পড়াশোনার পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করা হয় যেন তাদের মাঝে প্রাসঙ্গিক বিষয় আলোচনা, যুক্তি খন্ডন এবং সুষ্ঠু উপস্থাপনের দক্ষতা বৃদ্ধি পায়।

আইটি ক্লাব

ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড সাংস্কৃতিক কর্মকান্ড ও সহশিক্ষাক্রমিক কার্যাবলী যেমন রবীন্দ্র ও নজরুল সংগীত, একক ও দ্বৈত নৃত্য, কবিতা আবৃত্তি, আধুনিক ও দেশাত্মবোধক গান, একক অভিনয় শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ করে।

সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ, বনপাড়া -এর মাধ্যমিক শাখা বিশপ ওবের্তের অনুপ্রেরণায় ফাদার ভেরপেল্লি ও ফাদার চেসকাতর প্রচেষ্টায় ১লা জানুয়ারি ১৯৬৩ খ্রি: স্থাপিত হয় যা অত্র বনপাড়া ও আশেপাশের এলাকায় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে।

পাল পুরোহিত, আওয়ার লেডী অফ লুর্ড চার্চ, বনপাড়া।