stjosephbon123915@gmail.com

অধ্যক্ষের বাণী

ড: ফা: শংকর ডমিনিক গমেজ
অধ্যক্ষ, সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ, বনপাড়া।

মহান সৃষ্টিকর্তার সৃষ্ট বিশ্ব জগতের সব কিছুই আপন গতিতে নিয়ম মাফিক চলমান। তাঁর সৃষ্টির রহস্য উদ্ঘাটন করা মানুষের পক্ষে অনেক সময় দুঃসাধ্য হয়ে পড়ে। সৃষ্টিকর্তা প্রদত্ত জ্ঞান যাকে যেমনভাবে দে’য়া হয়েছে তা উৎকর্ষণে বিকশিত করে কেউ হয়ে উঠছে বিজ্ঞানী, কেউ লেখক আবার কেউ বা সাধক গুণি শিল্পী। মানুষ কর্তৃক উদ্ভাবিত যে সমস্ত বিষয়াদি আমাদের দৃষ্টিতে মনে হয় সেগুলো নতুন নতুন কোন আবিস্কার তবে হৃদয় গভীরে প্রশ্ন করলে তার উত্তর মেলে যে সেগুলোর আদিরূপ-এর ক্রমবিকাশ শতরূপে শতধারায় মানুষ ঘটিয়েছে তার জ্ঞান ও বুদ্ধিমত্তার সর্বোত্তম ব্যবহার করে। বর্তমান আকাশ সংস্কৃতির বদৌলতে মানুষের দোরগোড়ায় এসে পৌঁছেছে দেশি-বিদেশি, জানা অজানা নানারকম বৈচিত্রময় কৃষ্টি-সংস্কৃতি, স্বাস্থ্য-চিকিৎসা, শিল্প-সাহিত্য, জ্ঞান-বিজ্ঞান, যোগাযোগও তথ্য প্রযুক্তি। মানুষের হাতের নাগালে এনে দিয়েছে গোটা বিশ্বব্রক্ষান্ডকে, সবকিছুর যোগান ও সহজপ্রাপ্যতা করে দিয়েছে অজানাকে জানা, দূরকে করেছে কাছের এবং অসাধ্যকে করেছে সহজসাধ্য। এসবই সম্ভব হচ্ছে শিক্ষার আলো যেখানে বিস্তার লাভ করেছে।

শিক্ষার্থীর নৈতিক মূল্যবোধ, জ্ঞান, মেধা, ও প্রতিভা বিকাশের সর্বোৎকৃষ্ট স্থান হ’ল বিদ্যাপীঠ। শিক্ষার্থীর মধ্যে মানসম্মত প্রকৃত শিক্ষার আলো প্রজ্জ্বলিত করতে শিক্ষা-বান্ধব পরিবেশ যেমন অপরিহার্য তেমনি শিক্ষণ শিখন-এর কলা-কৌশল, পদ্ধতির প্রয়োগের পারদর্শিতাও তেমনি অতি জরুরী। এনালগ থেকে ডিজিটাল-এ রূপান্তরের বিবর্তন ধারায় ক্রমোর্ধ্বমূখি উন্নত বিশ্ব, সেখানে আমাদের হাতগুটিয়ে বসে থাকা আর চলে না। বরং বর্তমান আধুনিক বিশ্বের ডিজিটাল জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলতে আমাদের কি কি ডিজিটাল সম্পদ আছে বা গড়ে তুলছি সেদিকে বিশেষ নজর দে’য়া একান্ত অত্যাবশ্যকীয় হয়ে পড়ছে। ইন্টারনেট ব্যবহার, ই-মেইল, ই-বুক, ই-ব্যাংকিং, ই-মার্কেটিং, ই-এডুকেশন, ই-লাইব্রেরি, ই-সেবা এরূপ যত ই=ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে জীবন যাপন অধিকতর সহজ, স্বল্প সময়ে দ্রুত গতিতে ব্যাপক পরিমানে তত্ত্ব, তথ্য উপাত্ত সংগ্রহ আদান প্রদানের কাজ করার প্রতিযোগিতায় আমরাই বা পিছিয়ে থাকবো কেন? আমরাও এগিয়ে চলছি সমতালে।

সে লক্ষ্যে পৌঁছতে আমাদের সবুজ ছায়াঘেরা প্রিয় শিক্ষালয় সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ, বনপাড়া-তে প্রথমবারের মত ওয়েবসাইট-এর দ্বার উম্মোচন করা হ’ল।১ জুলাই, ২০১৫ খ্রি: থেকে শুরু হ’ল সেন্ট যোসেফস্ কলেজ শাখার শুভ যাত্রা এবং সুনামের সাথে এগিয়ে চলছে ঢাকার নটরডেম, হলিক্রস কলেজের আদলে সমস্ত কার্যক্রম। এই ওয়েবসাইটে প্রবেশ করে এক নজরেই খুঁজে পাওয়া যাবে অত্র প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য: কারিক্যুলাম, একট্রা কারিক্যুলাম, শিক্ষক, ছাত্র-ছাত্রির পারদর্শিতা, দৈনিক উপস্থিতি, কুইজ ও বিভিন্ন পরীক্ষার ফলাফল, নতুন ছাত্র ভর্তিসহ যাবতীয় তথ্য ও ঘোষণার জরুরী/সাধারণ বিজ্ঞপ্তি। সেন্ট যোসেফস্ পরিবার আলোকিত মানুষ গড়ার কাজে এগিয়ে যাবার এক ধাপ পেরুলো এই ওয়েবসাইট খোলার মধ্যদিয়ে। আজকের এই শুভ মহুূর্তে স্মরণ করি ও কৃতজ্ঞতা প্রকাশ করি শুরু থেকে অদ্যাবদি যাঁদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে এ প্রতিষ্ঠান। শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বর্তমান পরিচালনা কমিটি, প্রভাষক, শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রি ও অত্র প্রতিষ্ঠানের অফিস সহকারী, শিক্ষাকমীসহ শুভানুধ্যায়ী সকলের প্রতি। শুভ হোক সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের ই-সেবার যাত্রাপথ।