stjosephbon123915@gmail.com

শৃঙ্খলা নীতি ও নিয়মাবলী

শৃঙ্খলা নীতি ও নিয়মাবলী

সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ এ ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের শিক্ষাকে অন্যতম প্রাধান্য দিয়ে থাকে । উক্ত প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের নিয়ম, শৃঙ্খলা মেনে চলা বাঞ্ছনীয়

সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ, বনপাড়া -এর বিশেষত্ব

সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ, বনপাড়া নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার অন্তর্গত একটি আদর্শ বিদ্যাপীঠ। শিক্ষা প্রদানের ক্ষেত্রে পাঠ্য বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক জীবন গঠন, সহশিক্ষা কার্যক্রম পরিচালনা এবং শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সদা সচেষ্ট যা একজন শিক্ষার্থী সুপ্ত প্রতিভা বিকাশে এবং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

  • “শিখ ও সেবা কর” এ মূলনীতিতে জীবন গঠন ছাত্র-ছাত্রীদের মাঝে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের জন্য শিক্ষা ও পারস্পরিক সহযোগিতা সহযোগিতা ও সহমর্মিতা মনোভাব গড়ে তোলা
  • শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে প্রকৃত আলোকিত মানুষ গড়ে তোলা
  • সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের শিক্ষার সুযোগ সৃষ্টি করা
  • দেশপ্রেমে উদ্বুদ্ধ সুনাগরিক গড়ে তোলা

একজন আদর্শ যোসেফাইট এর পরিচয়

একজন আদর্শ শিক্ষার্থী হতে হলে তার চরিত্র ও আচরণে এমন কতগুলো মহৎ গুণের সমাবেশ ঘটাতে হয় যাতে করে তারা সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের একজন সত্যিকারের ছাত্র রূপে পরিচিত হতে পারে

সত্যবাদিতা ও সাধুতা নিয়ম নীতির প্রতি অনুগত
সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, পরিচ্ছন্ন্তাবোধ স্বদেশপ্রেম ও পারস্পারিক ভালোবাসা
সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ও শ্রদ্ধাবোধ সুশৃঙ্খল জীবন
ভবিষ্যত সাফল্যের আশা শিক্ষক/শিক্ষিকা ও গুরুজনদের প্রতি সম্মানবোধ ও আনুগত্য

যোসেফাইটদের সার্বিক সম্প্রীতি ও উন্নতির জন্য যেসব গুণাবলীর প্রতিফলন ঘটানো জরুরী সেগুলো হল:

  • কর্মদক্ষতা বৃদ্ধি
  • জাতি-ধৰ্ম-বর্ণ নির্বিশেষে সহনশীল ও গভীর শ্রদ্ধাবোধ
  • সবার প্রতি ন্যায় বিচারের যথার্থ উদ্যোগ
  • নিজের এবং অন্যের উন্নতির জন্য বাস্তবমুখি পদক্ষেপ গ্রহণ

সহপাঠক্রমিক কার্যাবলী

  • প্রতিষ্ঠানের নির্ধারিত দৈনিক সমাবেশ (Assembly), শারীরিক অনুশীলন, আন্তঃশ্রেণী খেলা এবং অন্যান্য সহযোগী শিক্ষা কর্মকান্ডে অংশগ্রহণ প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্য বাধ্যতামূলক।
  • স্কুল বা কলেজের যেকোন অনুষ্ঠান/অনুশীলন বা আন্তপ্রতিযোগিতায় অংশগ্রহণে ও কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলতে হবে।
  • স্কাউট দল বা গার্লস ইন স্কাউট, রোভার স্কাউট, রেঞ্জারভুক্ত ছাত্র-ছাত্রীকে এর যাবতীয় কর্মকান্ডে ও সভায় অবশ্যই নিয়মিত উপস্থিত থাকতে হবে।

শ্রেণি পরীক্ষা (কুইজ)

  • প্রতিটি সাময়িক পরীক্ষার পূর্বে প্রতি বিষয়ে দুটি শ্রেণি পরীক্ষা (কুইজ) হবে
  • প্রতিটি বিষয়ের প্রতি পরীক্ষায় মান ২০ এবং পূর্ণমান ৪০শ্রেণির পরীক্ষার ২০% নম্বর অর্ধবার্ষিক পরীক্ষায় যুক্ত হবে
  • পরীক্ষায় অংশগ্রহণ করার পূর্বে প্রত্যেক পিতা -মাতা/অভিভাবককে তার সন্তানের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে

কলেজে অনুপস্থিত

  • যে কোন ধরনের ছুটির প্রয়োজনে পিত-মাতাকে কারণ উল্লেখ করে ছাত্রছাত্রীর আবেদন পত্রে স্বাক্ষর করতে হবে।
  • নিজ ভাই-বোন বা নিকট আত্মীয়ের বিয়েতে সর্বোচ্চ ০১ দিন ছুটি পাবে। এর বেশি ছুটি পেতে অধ্যক্ষের পূর্বানুমতি লাগবে।
  • কঠিন কোন রোগে আক্রান্ত ছাত্র-ছাত্রী সুস্থ্য হলে চিকিৎসকের প্রত্যায়নপত্রসহ ছুটির আবেদন করতে হবে। হঠাৎ কোন অসুস্থতার সংবাদ যথাশীঘ্র কর্তৃপক্ষকে জানাতে হবে।