stjosephbon123915@gmail.com

Apply to SJSC

সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ, বনপাড়া এর ভর্তি সংক্রান্ত নিয়মাবলী

প্রধানত ১ম, ৬ষ্ঠ, ও একাদশ শ্রেণীতে নতুন বছরের পূর্বেই ছাত্রছাত্রী ভর্তি নেয়া হয়। অন্য শ্রেণীতে কর্তৃপক্ষের অনুমুতি সাপেক্ষে নির্ধারিত সংখ্যক ছাত্র ছাত্রী ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হয়।
1

ভর্তি ও আবেদন প্রক্রিয়া

প্রাইমারি ও মাধ্যমিক এ ভর্তি:

ভর্তি পরীক্ষার পূর্বে অবশ্যই ভর্তি ফর্ম সংগ্রহ করে তা সঠিকভাবে পুরন করে নির্দিষ্ট তারিখের মধ্যে জমা দিতে হবে এবং পরীক্ষার প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে।

একাদশ শ্রেণীতে ভর্তি:

একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে অনলাইন আবেদন করে কলেজ শাখায় যোগাযোগ করতে হবে। কলেজ শাখাতে এসেও আবেদন করা যাবে। সেক্ষত্রে শিক্ষকগণ সাহায্য করে থাকেন।

2

পরীক্ষা পদ্ধতি

১ম, ৬ষ্ঠ, ও একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীকে শিক্ষাবর্ষ শুরুর পূর্বেই নির্ধারিত তারিখে লিখিত ও প্রয়োজনে মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে। বিদ্যালয়ে ভর্তির সময়ে পিতা-মাতাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।

3

ভর্তি পরীক্ষার ফলাফল

ভর্তি পরীক্ষার ফলাফলই চূড়ান্ত বলে গণ্য হবে। এ ব্যাপারে কোন প্রকার সুপারিশ গ্রহণযোগ্য নয়।

4

প্রয়োজনীয় কাগজপত্র

ভর্তির জন্য নিম্ন লিখিত কাগজ পত্রাদি সঙ্গে নিয়ে আসতে হবে

ক। পূর্বের বিদ্যালয়ের ছাড়পত্র/ পিইসি/ জেএসসি/ পরীক্ষার ফলাফল ও প্রগতি পত্র।
খ। সদ্য তোলা ১ কপি পাসপোর্ট ও ২ কপি স্ট্যাম্প সাইজ ছবি।
গ। জন্ম নিবন্ধনী কপি এবং
ঘ। ভর্তির সার্কুলার অনুযায়ী অন্যান্য কাগজপত্র।

5

ইন্টারভিউ

কোন বিশেষ ক্ষেত্রে ভর্তি পরীক্ষা ও ইন্টারভিউ উভয় বা এর যেকোন মাধ্যমে ভর্তি প্রক্রিয়া পরিচালিত হতে পারে। যেমন, টি. সি নিয়ে আশা ছাত্র-ছাত্রী ভর্তি হবার ক্ষেত্রে ইন্টারভিউ এর মাধ্যমে ভর্তি নেয়া হতে পারে।

6

ভর্তি চূড়ান্ত করা

ক্লাস শুরুর পূর্বে অবশ্যই প্রতিষ্ঠানের ড্রেস কোড অনুযায়ী পোশাক বানিয়ে নিতে হবে।

ভর্তি সংক্রান্ত কিছু টিপস

কিছু গুরুত্বপূর্ণ বিষয় গুলো মেনে ভি প্রক্রিয়া সম্পন্ন করলে পরবর্তীতে অনেক ভুল এড়িয়ে চলা যায়। সেক্ষেত্রে নিম্নোক্ত বিষয় গুলোতে গুরুত্ব দেয়া যেতে পারে।
যেমন:

  • ভর্তির সময় ছাত্রছাত্রীর নাম, পিতা মাতার নাম ও ঠিকানা এই তথ্য গুলোর ইংরেজি ও বাংলা বানান সঠিকভাবে দেয়া যা অন্যন্য কাগজপত্রের সাথে মিলে। এটি খুবই গুরুত্বপূর্ণ।
  • ছাত্র ছাত্রীদের অভিভাবকগণের সঠিক ফোন নম্বর প্রদান করা এবং কোনো কারণে ফোন নম্বর পরিবর্তন হলে প্রতিষ্ঠানের অফিসে তা যথাশীঘ্র হালনাগাদ করা।
  • ভর্তির সময় ছাত্র ছাত্রীদের ডিজিটাল জন্মসনদ প্রতিষ্ঠানে সরবরাহ করা।
  • রেজিস্ট্রেশন এর সময় নাম, পিতা মাতার নাম ও সিকানা এই তথ্য গুলো সঠিক ভাবে প্রদান করা।

কখন ভর্তির আবেদন করব ?

শ্রেণী/ধরণ কখন কোথায়
প্রাইমারি/মাধ্যমিক ডিসেম্বর স্কুলে
উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড অনুযায়ী কলেজে
টি. সি নিয়ে আসা আবেদন সাপেক্ষে স্কুলে/কলেজে

ভর্তি সংক্রান্ত তথ্য অথবা ক্যাম্পাস ভিসিট করতে চাইলে জানতে চাইলে যোগাযোগ করুন

সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ
অফিস রুম , রুম নং ১০৩, কলেজ বিল্ডিং,
বনপাড়া, বড়াইগ্রাম, হারোয়া ৬৪৩০, নাটোর,
কল করুন: +8801309123915