stjosephbon123915@gmail.com
https://www.facebook.com/sojibpurification1234/
sojib0321@gmail.com
Bonpara, Natore.

সজিব পিউরীফিকেশন

প্রভাষক, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা

সজীব পিউরীফিকেশন ২০১৮ সালের ১লা আগস্ট সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ, বনপাড়া, নাটোর -এ ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ফিন্যান্স বিষয়ে এম.বি.এ ডিগ্রি অর্জন করে।

অর্থায়নের গুরুত্ব কিংবা প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করার শুরুতেই বলে নিতে হয় যে, অর্থায়ন ব্যতীত বর্তমানে যে-কোনো প্রতিষ্ঠানই অচল। তীব্র প্রতিযোগিতামূলক মুক্ত বাজারনীতিতে সঠিক এবং বুদ্ধিদীপ্ত অর্থায়ন বা ফিন্যান্সের বিকল্প নেই। এ কারণে প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠান অত্যন্তসতকর্তার সাথে অর্থায়ন পরিকল্পনা করে থাকে। অর্থায়ন পরিকল্পনার উপর একটি ব্যবসায় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন নির্ভরশীল। শুধু ব্যবসায় প্রতিষ্ঠান নয়, সকল ধরনের প্রতিষ্ঠান বিশেষ গুরুত্বের সাথে পরিকল্পনা অনুযায়ী অর্থায়ন করে থাকে। প্রতিষ্ঠানের ঝুঁকি হ্রাস এবং মুনাফা বৃদ্ধিতে অর্থায়নের যে ভূমিকা আছে সে ভূমিকা অন্য কিছু দিয়ে পুষিয়ে নেওয়া সম্ভব নয়।

নিম্নোক্ত বিষয়সমূহ অর্থায়ন ব্যবস্থাপনাকে আরো বেশি অর্থবহ করে তুলবে:
* মূলধন সংকট
* উৎপাদনমুখী বিনিয়োগ
* ব্যাংকিং ব্যবস্থা
* শিক্ষিত উদ্যোক্তার অভাব
* স্বল্প মেয়াদি তহবিলের ব্যবহার

এখানে যে বিষয়গুলো বিশেষভাবে দেখা হয়ঃ

  • নিয়মিত অনুশীলন করা।
  • মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস করানো।
  • ক্লাসের বাইরেও ছাত্র-ছাত্রীদের প্রয়জনে বিশেষ ক্লাসের ব্যবস্থা।
  • নিয়মিতি সাপ্তাহিক কুইজ পরীক্ষার সাথে স্পেশাল ফিন্যান্স কুইজের ব্যবস্থা।
  • অধ্যায় ভিত্তিক ক্লাস নোট সরবারহ করা।
  • ছাত্র-ছাত্রীদের মধ্যে ভীতি দূর করার লক্ষ্যে প্রত্যেকে ব্যক্তিগত বা দলীয় উপস্থাপনা ( প্রেজেন্টেশন) নেয়া।
  • পাঠ্য বইয়ের বাইরেও ফিন্যান্সিয়াল এনালাইসিস করানো, ইত্যাদি।

শিক্ষার্থীদের ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ে দক্ষতা বৃদ্ধির কিছু পরামর্শঃ

  • নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করা ও মনোযোগী হওয়া।
  • শ্রেণিকক্ষে যে কাজ দেয়া হয় তা বাড়িতে নিয়মিত অনুশীলন করা।
  • সবশেষে এই বিষয়ের উপর দক্ষতা বাড়াতে পাঠ্য বইয়ের আলোকে বিভিন্ন প্রতিষ্ঠানে কি কি উপায়ে ফিন্যান্সিয়াল এনালাইসিস করে তা অনুসন্ধান করা, ইত্যাদি।
  • MBA, Finance, Rajshahi University