stjosephbon123915@gmail.com

মোঃ সাখাওয়াত হোসেন

প্রভাষক, রসায়ন

তিনি ২০১৬ সালের ১লা আগস্ট সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ, বনপাড়া, নাটোর এ রসায়ন বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে “ফলিত রসায়ন” বিষয়ে বি.এস.সি (অনার্স) এবং এম.এস.সি ডিগ্রি অর্জন করেন।

দৈনন্দিন জীবনে রসায়ন পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। মানুষের মৌলিক চাহিদা যেমন- অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার উপকরন যোগানে রসায়ন সর্বক্ষনে নিয়োজিত। এখানে উল্লেখ্য যে, রাসায়নিক পদার্থ মানেই ক্ষতিকারক এমন ভ্রান্ত ধারনা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে বিরাজমান। রাসায়নিক পদার্থ বিষয়ে অজ্ঞতা এবং অপরিমিত ব্যবহারই এর জন্য দায়ী।

সুস্থ জীবন যাপনের জন্য রাসায়নিক পদার্থের সঠিক ও পরিমিত ব্যবহার অত্যন্ত জরুরী, আর তা একমাত্র রসায়ন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞানই নিশ্চিত করতে পারে। আর তা সম্ভব হয় রসায়ন পাঠের মাধ্যমে। সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজে রসায়ন বিভাগ অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সহিত যাবতীয় শিক্ষা উপকরণ ব্যবহার ও যুগপোযোগি পরিকল্পনার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা হয়ে থাকে।

পড়ানো বিষয়ের গুরুত্ব ও শিক্ষকগণ বিষয়টি যেভাবে শেখাতে সর্বোচ্চ চেষ্টা করে থাকেঃ

  • রসায়নের প্রত্যেকটি টপিক সহজ ও সাবলিল্ভাবে উপস্থাপন করা হয়।
  • নিয়মিত ব্যবহারিক ক্লাসে হাতে কলমে শেখানো হয়।
  • মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে জটিল টপিকগুলো ভিজ্যুয়ালি শেখানো হয়।
  • সায়েন্স ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব ভিওিক দক্ষতা উন্নয়ন করা হয়।
  • নিয়মিত সাপ্তাহিক কুইজ পরিক্ষার ব্যবস্থা করা হয়।
  • অধ্যায়ভিওিক ক্লাস নোট সরবরাহ করা হয়।

উক্ত বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে কিছু টিপসঃ

রসায়ন ভালো লাগার একটি বিষয়। এখানে ভালো ফলাফল করা যেমন সহজ আবার তেমনি কঠিনও বটে। তাই রসায়নে দক্ষতা বৃদ্ধির জন্য নিম্নোক্ত বিষয়গুলো অনুসরণীয়ঃ

  • নিয়মিত ক্লাসে অংশগ্রহন করা ও মনোযোগী হওয়া।
  • হোম ওয়ার্ক নিয়মিত করা।
  • পাঠ্য বইয়ের প্রতিটি টপিক বুঝে পড়া ও অনুশীলন করা।
  • গাণিতিক অংশ বুঝে অনুশীলন করা।
  • সর্বোপরি নিজের স্বপ্ন ও লক্ষ পূরণে কঠোর পরিশ্রম করা।
  • ইন্টারনেটের মাধ্যমে সমসাময়িক রসায়ন বিষয়ে স্বচ্ছ ধারণা রাখা।
  • MSC, Chemistry, Rajshahi University