stjosephbon123915@gmail.com
raihan.lecturer1987@gmail.com

মোঃ আবু রায়হান

সহকারী অধ্যাপক, বাংলা

তিনি ২৯শে জুন ২০১৫ সালে সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজে যোগদান করেন।

আমি মনে করি কোন শিক্ষার্থী যদি প্রকৃতপক্ষে শিখতে চায় তাহলে সর্বপ্রথম তাকে ক্লাসে মনোযোগী হতে হবে এবং শিক্ষক কী বুঝাতে চান তা বুঝার চেষ্টা করতে হবে। তবে একজন শিক্ষক যদি ক্লাসটি উপভোগ্য করে তোলেন যেখানে শিক্ষনের জন্যে যথেষ্ট সুন্দর পরিবেশ থাকে। তাহলে শিক্ষার্থীরা সেই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবে। অর্থাৎ একজন শিক্ষক হবেন সফল শিক্ষার্থীদের আইকন। যাকে দেখে শিক্ষার্থীরা উৎসাহিত হবে এবং অনুপ্রানিত হবে।

উক্ত বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে কিছু টিপসঃ

  • বাংলা ১ম ও ২য় পত্রে যদি ভালো করতে চায় তাহলে একজন ছাত্রকে ভালো ভাবে কবিতা, গল্প পড়তে হবে। প্রয়োজনে বার বার পড়তে হবে। শব্দ ব্যবচ্ছেদ জানতে হবে এবং শব্দের অর্থ জানতে হবে। বাংলা ২য় পত্র ভালো ভাবে বুঝে পড়তে হবে। যত বেশি সম্ভব অনুশীলন করতে হবে। বুঝতে না পারলে শিক্ষকের সহযোগিতা নিতে হবে। মনে রাখতে হবে যত অনুশীলন করবে তত বেশি শিখতে ও মনে রাখতে পারবে।
  • MA, Bangla, Rajshahi University