stjosephbon123915@gmail.com

একরাম হোসেন খান

প্রভাষক, ইংরেজি

জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি বিষয়ে বি.এ অনার্স ও এম.এ ডিগ্রী সম্পন্ন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি বিষয়ের প্রভাষক এবং শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৬ সালের ২ জানুয়ারি সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজে যোগদান করেন এবং বর্তমানে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

এই বিশ্বায়নের যুগে ইংরেজির গুরুত্ব অপরিসীম। ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে খুব সহজেই বিশ্ব নাগরিক হয়ে গড়ে উঠা যায়। ছাত্র-ছাত্রীদের প্রেকটিকেলি শ্রেণীকক্ষে ইংরেজি ভাষা চর্চায় উৎসাহিত করে গড়ে তোলার চেষ্ঠা অব্যাহত থাকে। শিক্ষক হিসেবে আমি সর্বদা ইংরেজি শেখার পরিবেশ বজায় রাখি।

উক্ত বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে কিছু টিপসঃ

  • তারা নিয়মিত BBC, CNN এবং English News শুনবে।
  • English movie, Newspaper, Novel, Poems পড়বে।
  • ক্লাসে শিক্ষিক এবং বন্ধুদের সাথে ইংরেজি ভাষা চর্চা করবে।
  • সর্বদা ইংরেজি ভাষায় ডুবে থাকতে হবে।
  • MA, English, National University