জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি বিষয়ে বি.এ অনার্স ও এম.এ ডিগ্রী সম্পন্ন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি বিষয়ের প্রভাষক এবং শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৬ সালের ২ জানুয়ারি সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজে যোগদান করেন এবং বর্তমানে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
এই বিশ্বায়নের যুগে ইংরেজির গুরুত্ব অপরিসীম। ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে খুব সহজেই বিশ্ব নাগরিক হয়ে গড়ে উঠা যায়। ছাত্র-ছাত্রীদের প্রেকটিকেলি শ্রেণীকক্ষে ইংরেজি ভাষা চর্চায় উৎসাহিত করে গড়ে তোলার চেষ্ঠা অব্যাহত থাকে। শিক্ষক হিসেবে আমি সর্বদা ইংরেজি শেখার পরিবেশ বজায় রাখি।