তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে BSc এবং MSc ডিগ্রি অর্জন করেন এবং ১লা জানুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ থেকে প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
প্রকৃতিতে শক্তি বিভিন্ন রূপে বিরাজ করে। যেমন- তাপশক্তি, আলোকশক্তি, শব্দ শক্তি, তড়িৎ শক্তি, চৌম্বক শক্তি,সৌর শক্তি, নিউক্লিয় শক্তি, যান্ত্রিক শক্তি ইত্যাদি। পদার্থবিজ্ঞান প্রথমত এই শক্তি সমূহকে বিশ্লেষন করে সম্পর্কিত সূত্র, সমীকরণ উদঘাটন করে এবং জড়িত পরিমাপযোগ্য রাশি সমূহকে সূক্ষ্মভাবে পরিমাপ ও প্রকাশ করে থাকে। পাশাপাশি এই শক্তিগুলোকে কাজে রূপান্তরের উপায় বের করে। বেশিরভাগ প্রকৌশল শাখাগুলোর উৎপত্তি পদার্থবিজ্ঞান থেকেই। কাজেই বিজ্ঞান শিক্ষায় পদার্থবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম।