stjosephbon123915@gmail.com
rakibsobuj19@gmail.com
+8801757220161

মোঃ রাকিবুল হাসান

প্রভাষক (কৃষি শিক্ষা)

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে বি.এস.সি এজি (অনার্স), এম.এস (কৃষি রসায়ন) সম্পন্ন করেন। ১লা এপ্রিল ২০২২ থেকে তিনি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

  • সৃষ্টির শুরু থেকে আজ অবধি মানুষের জীবনের প্রায় সবকিছুই কৃষি নির্ভর। খাদ্য, বস্ত্র, চিকিৎসার পাশাপাশি বিভিন্ন শিল্পের কাচামালের যোগানদাতা এই কৃষি। তাই সুখি সমৃদ্ধ দেশের ভীত রচনার অন্যতম একটি উপাদান হলো এই কৃষি।
  • কৃষি শিক্ষা গ্রহনের ফলস্বরুপ, শিক্ষার্থীদের অন্যতম প্রাপ্তি হলো কৃষি উদ্যোক্তা হয়ে নিজেকে বেকারত্বের বোঝা হতে মুক্ত করা এবং দেশকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হতে সহায়তা করা।
  • শিক্ষকদের পক্ষ হতে শ্রেনিকক্ষেই সকল শিক্ষার্থীর কৃষি শিক্ষার তত্ত্বীয় ও ব্যবহারিক সমস্যা চিহ্নিত করন করে সেগুলোর সমাধান করানো হয়।

শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে কিছু টিপসঃ

  • প্রয়োজনে নিয়মিত ক্লাসের পাশাপাশি বিশেষ ক্লাসের ব্যবস্থা।
  • ক্লাস রুমেই প্রয়োজনীয় অংশের নোটের ব্যবস্থা ও পড়া মুখস্ত করে নেয়া।
  • প্রয়োজনে কৃষি খামার পরিদর্শন।
  • একাডেমিক অনুশীলনের পাশাপাশি বাস্তবমুখী, ব্যবহারিক জ্ঞান অর্জনের ব্যবস্থা করানো।
  • MS, Agricultural Chemistry, Bangladesh Agricultural University