stjosephbon123915@gmail.com
https://www.youtube.com/@A.S.K_Eco https://www.facebook.com/profile.php?id=100080712096024
sojibkulentunu@gmail.com
01773397178

অ্যান্থনি সজীব কুলেন্তুনু

প্রভাষক, অর্থনীতি

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.এস অনার্স এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ ডিগ্রি অর্জন করেন। তিনি ১লা নভেম্বর ২০২৩ থেকে সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ, বনপাড়া তে কর্মরত আছেন।

পড়ানোর বিষয়ের গুরুত্ব এবং কিভাবে শিক্ষক বিষয়টি শেখাতে সর্বোচ্চ চেষ্টা করে থাকেঃ

অর্থনীতি গুরুত্বপূর্ণ কারণ সম্পদ বন্টন, সিদ্ধান্ত গ্রহণ এবং অভাব নিয়ন্ত্রণের জন্য এটি অপরিহার্য একটি বিষয়। ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, রাষ্ট্র এবং বিশ্ব অর্থনীতির প্রভাব বিশ্লেষণ এবং যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের জন্য অর্থনীতি বিষয় অধ্যয়ন একটি সময়োপযোগী সিদ্ধান্ত। উচ্চ মাধ্যমিক স্তরে একজন শিক্ষার্থীর সামনে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির জটিল বিষয়গুলোকে আনন্দের সাথে উপস্থাপন এবং সামগ্রিক জীবনে যৌক্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ও উচ্চশিক্ষার বিভিন্ন স্তরে অর্থনীতির পাঠকে সহজতর করণ অর্থনীতি পাঠের মূল লক্ষ্য হিসেবে বিবেচ্য। এখানে বাস্তবিক উদাহরণ এবং যথাযথ গাণিতিক প্রমাণের ভিত্তিতে অর্থনীতির প্রতিটি সূক্ষ বিষয় পর্যালোচনা এবং শিক্ষার্থীদের সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধিতে আমরা সর্বদা সচেষ্ট থাকি।

উক্ত বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে কিছু টিপসঃ

  • নিয়মিত মনোযোগের সাথে ক্লাসে অংশগ্রহণ।
  • দিনের পড়া দিনেই শেষ করা।
  • অর্থনীতির পাঠ্য বিষয়গুলোকে সর্বদা বাস্তব জীবনের সাথে সম্পৃক্তকরণ ও বাস্তব উদাহরণ খুঁজে বের করার চেষ্টা করা।
  • নিয়মিত পত্রিকা পাঠ এবং বৈশ্বিক অর্থনীতি বিষয়ে জ্ঞান রাখা।
  • সামষ্টিক অর্থনীতির ক্রিয়া-কৌশল সম্পর্কে ধারণা রাখা।
  • বিশিষ্ট অর্থনীতিবিদদের বই এবং লেখা পাঠ করা ইত্যাদি।
  • MA, Economics, Jahangirnagar University