stjosephbon123915@gmail.com

বিনয় মুর্মু

প্রভাষক, বাংলা

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ২০১৫ সালে বাংলা বিষয়ে অনার্স এবং ২০১৬ সালে বাংলা বিষয়ে মার্স্টাস ডিগ্রি অর্জন করেন।

পড়ানো বিষয়ের গুরুত্ব, এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং কিভাবে কলেজ/শিক্ষক বিষয়টি শেখাতে সর্বোচ্চ চেষ্টা করে থাকেঃ

 • > বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে।
 • > বাংলা সাহিত্যের লেখকদের কর্ম ও জীবনী জানতা পারবে।
 • > বাংলা শুদ্ধ ভাবে লিখতে ও বলতে পারবে।
 • > বাংলা ভাষার ব্যাকরন সম্পর্কে ধারনা লাভ করতে পারবে।
 • > শিক্ষার্থীরা বাঙ্গালি সমাজ ব্যবস্থার রীতিনীতির ও ঐতিহ্য থেকে জ্ঞান লাভ করতে পারবে।
 • > সাহিত্য এগিয়ে নেওয়ার জন্য বাংলা বিষয় পড়াতে হবে।

উক্ত বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে কিছু টিপসঃ

 • বাংলা সাহিত্যের বই পড়তে হবে।
 • নিয়মিত ক্লাস করতে হবে।
 • শিক্ষকদের সহযোগিতা গ্রহন করতে হবে।
 • বাংলা সাহিত্য বিষয়ক ম্যাগাজিন পড়তে হবে।
 • সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহন করতে হবে।
 • MA, Bangla, Rajshahi University